প্যারাডক্সিকাল সাজিদ - ১
Posted on September 04, 2021
with No comments
প্যারাডক্সিকাল সাজিদ - ১
আরিফ আজাদ
স্রষ্টাকে কে সৃষ্টি করল?
আমরা সহজ সমীকরণের মাধ্যমে দেখবো, স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কি না, মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কি না।
সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে ............ (১)
মহাবিশ্ব একটি সৃষ্টি ........... (২)
এখন সমীকরণ (১) ও (২) হতে পাই-
সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে। মহাবিশ্ব যেহেতু সৃষ্টি তাই মহাবিশ্বের শুরু এবং শেষ আছে।
আমরা দেখলাম সমীকরণ দুটি পরস্পর মিলে গেল।
আবার,
স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন। ..........(৩)
তাহলে সমীকরণ (১) ও (৩) পরস্পর বিরোধী।
কারণ, (১) হতে পাই, সকল সৃষ্টির শুরু ও শেষ আছে। আর (৩) হতে পাই, স্রষ্টাই সব সৃষ্টি করেন।
তার মানে তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা। এবং তার শুরু এবং শেষ নেই।
অর্থ্যাৎ, স্রষ্টাকে নতুন করে সৃষ্টি করার দরকার নেই। তার মানে, স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার প্রয়োজন নেই। তিনি অনাদি, অনন্ত।......Read More
Download This pdf
Labels:
Arif_Azad,
Books,
Islamic,
Islamic_Books,
আরিফ_আজাদ,
প্যারাডক্সিকাল সাজিদ
0 comments:
Post a Comment
Please do not enter any spam link or using any bad words in the comment.